Ridge Bangla

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্রকে শক্তিশালী করে ক্ষমতার প্রকৃত মালিক জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই সরকারের লক্ষ্য।

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইউকেএম) থেকে সামাজিক ব্যবসা প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণকালে তিনি এ কথা বলেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান রাজ্যের সুলতান তুংকু মুহরিজ তাঁর হাতে সনদ তুলে দেন।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলন দেশের জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশাকে নতুন অর্থ দিয়েছে। এখন সরকার একটি ন্যায়সঙ্গত শাসনব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের বাংলাদেশ গঠনে কাজ করছে। এ জন্য উদ্যোক্তা সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দিচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ইউনূস বলেন, “বড় স্বপ্ন দেখো, সাহসীভাবে ভাবো এবং কাজ করো। প্রকৃত সাফল্য নিজের জন্য নয়, বরং অন্যদের সঙ্গে নিয়ে অগ্রসর হওয়ার মধ্যেই নিহিত।” তিনি বৈষম্য ও সম্পদকেন্দ্রীকরণের বিরুদ্ধে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পক্ষে মত দেন।

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের প্রশংসা করে তিনি নবায়নযোগ্য জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প ও উদ্যোক্তা উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আব্দুল কাদির ও ইউকেএম ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুফিয়ান জুসোহ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন