Ridge Bangla

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার, তদন্তে পাশে বাংলাদেশ

উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া ৩৬ বাংলাদেশির ঘটনায় বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্তে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। বিষয়টি জানার পরপরই কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশন মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে দেশটির আদালতে ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রয়োজন হলে অভিযুক্তদের জন্য যথাযথ আইনি সহায়তা নিশ্চিত করা হবে। এছাড়া, মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে হাইকমিশন পাশে থাকবে।

বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৬

আরো পড়ুন