বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
মেগান বোল্ডিন বলেন, “প্রতিটি দেশই কমবেশি সন্ত্রাস ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। রাজনৈতিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের তকমা দেওয়া হলেও বাস্তবে এর বিরুদ্ধে সতর্ক থাকা জরুরি।” তিনি বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে বর্তমানে কোনো সক্রিয় জঙ্গি তৎপরতা নেই, তবে কিছু নিষিদ্ধ রাজনৈতিক দল মিছিল-মিটিংয়ের চেষ্টা করছে, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করছে। ঢাকার বারিধারায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মেগান বোল্ডিন বলেন, “সিটিটিসি, এনএসআই, এসবি, এটিইউসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয় বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।”
বৈঠকে দুই দেশের মধ্যে সন্ত্রাস দমন, মামলার প্রসিকিউশন, অনলাইনে নারীদের যৌন হয়রানি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সহায়তায় সিটিটিসিকে আধুনিক ও দক্ষ ইউনিটে রূপান্তরের জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা কামনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের কাউন্সিলর ইরিক গিলান ও জোস পপ।