Ridge Bangla

ছেলে ও তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্বেই বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন শ্রাবন্তী

দশ বছর পর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেবী চৌধুরাণী’। সিনেমা মুক্তি উপলক্ষে আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সিনেমা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন শ্রাবন্তী।

শ্রাবন্তী বলেন, “‘দেবী চৌধুরাণী’র মতো গুণ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। পরিস্থিতি আমাদের শেখায়, জন্মের পর থেকেই আমরা লড়াই করতে শিখি।” দশম শ্রেণিতে পড়াকালীন জিতের বিপরীতে ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তাঁর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহুবার কটাক্ষের শিকার হয়েছেন এবং ব্যক্তিগত জীবনের আক্রমণ সামলাতে হয়েছে।

তিনি জানান, “ছোট বয়সে মা হওয়ার সুবিধা আছে। আমার সন্তান ঝিনুকের পাঁচ বছর পর কাজে ফিরে যাই। তখন বয়স মাত্র ২১ বছর, তবে মা হওয়ার ১৬ বছরটা খুব কম।” শ্রাবন্তী বলেন, সিনেমার চিত্রনাট্য পড়ার আগে প্রথমে তিনি সেটা তার ছেলের সঙ্গে ভাগ করেন। “আমাদের বয়সের পার্থক্য মাত্র ১৬ বছর। তাই আমরা মা-ছেলের বন্ধুত্বের চেয়েও বেশি বন্ধু। ছেলে ও তার বন্ধুদের মধ্যে একমাত্র দু-একজন ছাড়া কেউ আমাকে ‘আন্টি’ বলে না, সবাই ‘দিদি’ বলে ডাকে।”

সাক্ষাৎকারে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও নতুন প্রজন্মের প্রতি পরামর্শ দিয়েছেন। “আগে এত বেশি মিডিয়া ছিল না। এখন অনেক পোর্টাল আছে, যা চাইলেই লিখে দেয়। নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলে পরেরটায় আরও ভালো করার চেষ্টা করতে হবে এবং ছোটখাটো বিষয়ে মন খারাপ করা যাবে না।”

শ্রাবন্তীর কথায়, ছেলে ও তার বন্ধুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁকে স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা অনুভব করায়, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয় সহজ করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন