Ridge Bangla

ছেলের জন্মদিনে শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন উদযাপন উপলক্ষে আবার একত্রে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শাকিব খানের গুলশানের বাসায়।

জন্মদিনের আয়োজন মূলত ছোট জয়কে কেন্দ্র করেই। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন শাকিবের পুরো পরিবার—মা, বাবা ও বোন। তাদের মাঝে অপু বিশ্বাসকেও দেখা গেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শাকিব ও বুবলীকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখনই অনেকেই অনুমান করেছিলেন, শাকিব ও বুবলীর সম্পর্ক মিটে গেছে এবং তারা একত্রে সংসার শুরু করছেন। সেই সঙ্গে মনে করা হচ্ছিল, অপু ও শাকিবকে আর দেখা যাবে না।

তবে এবার সেই অনুমান মিথ্যা প্রমাণিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খানের পরিবারের সঙ্গে অপু উপস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই ছবি আপলোড না করলেও তা দ্রুত ভাইরাল হয়েছে। এ নিয়ে উঠেছে প্রশ্ন, অপু এবার কি গুলশানের বাড়িতেই থাকবেন। তবে এই বিষয়টি সময়ের সঙ্গে প্রকাশ পাবে।

এদিকে জন্মদিনে শাকিব নিজেও সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতে উঠেছেন শাকিব। ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে গড়ে ওঠো।” এবারের জন্মদিন উদযাপন শাকিব ও অপুর সম্পর্ক এবং তাদের পারিবারিক বন্ধনের দিকে নতুন আলো ফেলেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন