ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগে কয়েকদিন হাসপাতালে ছিলেন। সুস্থ হয়ে ফেরার পর তিনি নতুন উদ্দীপনায় ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। হাসপাতালের ক্লান্তিকর দিনগুলো পেছনে ফেলে এবার তিনি ছেলেকে নিয়ে বেড়িয়ে পড়েছেন প্রকৃতির টানে—গন্তব্য সমুদ্র শহর কক্সবাজার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি শেয়ার করেছেন কক্সবাজার সমুদ্র-সৈকতে ছেলেকে নিয়ে সি-বাইক চালানোর একটি ভিডিও। ভিডিওটিতে তাকে দেখা যায় খোলা চুলে, চোখে সানগ্লাস, মুখে প্রশান্তির হাসি। ক্যাপশনে তিনি লেখেন, “আমার বাজান খুশি।” মা-ছেলের এই আনন্দঘন মুহূর্ত দ্রুতই নেটিজেনদের হৃদয় ছুঁয়ে যায়।
ভক্ত-অনুরাগীরা পরীমনির এই প্রাণবন্ত রূপ দেখে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, “শুধু একজন নায়িকা নন, পরীমনি একজন আদর্শ মা।” আবার কেউ বলেছেন, “মা-ছেলের এমন মুহূর্ত সত্যিই হৃদয় ছোঁয়া।” ভিডিওটিকে ঘিরে তৈরি হয়েছে প্রশংসার বন্যা।
পরীমনি আগেও ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন, যা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। একজন মা হিসেবে তিনি সবসময়ই ছেলের প্রতি স্নেহশীল এবং যত্নবান রূপে ধরা দেন।
অসুস্থতা কাটিয়ে এই সমুদ্রভ্রমণ যেন তার জন্য নতুন শ্বাস নেওয়ার মতো। প্রকৃতির কোলে, সমুদ্রের বাতাসে, ছেলের সঙ্গে সময় কাটিয়ে যেন তিনি খুঁজে পাচ্ছেন জীবনের প্রতি নতুন উদ্যম। এই ভ্রমণ তাকে এনে দিয়েছে প্রশান্তি, ভালোবাসা এবং জীবনের নতুন অনুপ্রেরণা। মা-ছেলের এই সমুদ্র বিলাস অনেকের কাছেই হয়ে উঠেছে আবেগের অনন্য দৃশ্য।