ঈদের ছুটিতে রাজধানী ঢাকা হারিয়েছে সেই চিরচেনা কর্মচাঞ্চল্য। ব্যস্ত সড়কগুলোতে নেই গাড়ির গর্জন, যানজট কিংবা হাঁটাহাঁটির হুড়োহুড়ি। মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর শ্যামলী, আসাদগেট, কলেজ গেট, আড়ং, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, মগবাজার, শাহবাগ ও মৎস্য ভবন এলাকায় ঘুরে দেখা গেছে সড়কগুলো অনেকটাই ফাঁকা। গাড়ি চলাচল সীমিত হলেও যাত্রীদের ভিড় প্রায় নেই বললেই চলে।
ঈদের ছুটিতে ঢাকাবাসীর বড় একটি অংশ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় রাস্তাঘাট এখন অনেকটাই নীরব। যারা শহরে আছেন, তারা মূলত আত্মীয়-স্বজনের বাসা অথবা বিনোদনকেন্দ্রে ঘুরতে বের হয়েছেন। কিছু এলাকায় প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা, ব্যাটারিচালিত রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হলেও শহরজুড়ে সমগ্র চিত্র ছিল অনেকটাই স্বস্তিদায়ক।
তবে বাস স্ট্যান্ডগুলোতে দেখা গেছে এক ভিন্ন চিত্র। বাসচালক ও সহকারীরা যাত্রী টানতে গলা ফাটিয়ে চিৎকার করছেন, কিন্তু যাত্রী নেই বললেই চলে। অনেকেই ঈদের নাম করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কোথাও কোথাও ইচ্ছাকৃতভাবে রাস্তার পাশে বাঁকা করে গাড়ি দাঁড় করিয়ে কৃত্রিম যানজট সৃষ্টি করে যাত্রী ধরার চেষ্টাও লক্ষ্য করা গেছে।
ঢাকা-গাজীপুর ও ঢাকা-নারায়ণগঞ্জমুখী সড়কগুলোতেও একই অবস্থা। রাস্তাঘাট ফাঁকা হলেও কিছু কিছু চালকের বেপরোয়া আচরণ ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। তবে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি।