জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আগামী রোববার (৩ আগস্ট) ছাত্র সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের জন্য একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সংগঠনটি। শুক্রবার (১ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে অংশগ্রহণকারীরা কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড আনতে পারবেন না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ইউনিটগুলোর উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এছাড়া কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হাসপাতালের মাঝের গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যাওয়া সড়কে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা যানবাহনের চলাচলে সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সমাবেশের দিনে ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে কোনো ব্যক্তিগত শোডাউন বা আলাদা মিছিল নিয়েও সমাবেশস্থলে আসা যাবে না।
সমাবেশ শেষে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে তাদের নির্ধারিত স্থান পরিষ্কার করে ত্যাগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ ছাত্র সমাবেশকে গুরুত্ব দিচ্ছে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, শৃঙ্খলা বজায় রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে এবং সবার সহযোগিতা নিশ্চিত করা হবে।