ছাত্র ও জনতার অভ্যুত্থানের চেতনা নিয়ে নির্মিত নাটক ‘দেয়াল জানে সব’-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হলো গতকাল সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। নাটকটি প্রযোজনা করেছে স্পন্দন থিয়েটার সার্কেল, পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব ও ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।
নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন শাকিল আহমেদ সনেট। সমকালীন সমাজ, রাজনীতি ও সংগ্রামী বাস্তবতা নিয়ে নির্মিত এই নাটকে ‘দেয়াল’ একটি প্রতীক—যা নীরবে প্রত্যক্ষ করে সমাজের পতন, স্বপ্নভঙ্গ ও নিপীড়নের ইতিহাস। রিকশাচালক রহিমুদ্দিন, ছাত্র রুদ্র, গার্মেন্টসকর্মী আসমা, শিশু রাফি এবং একজন সাধারণ রোগীর মৃত্যুর মধ্য দিয়ে উঠে এসেছে প্রান্তিক মানুষের নির্মম বাস্তবতা।
নির্দেশক সনেট বলেন, “এই নাটক কেবল পাঁচটি মৃত্যুর গল্প নয়, এটি একটি ভেঙে পড়া সমাজের প্রতিচ্ছবি। এখানে কফিনের স্তব্ধতা আর দেয়ালের নীরবতা মিলেমিশে তৈরি করে জন্ম ও মৃত্যুর সুর।”
নাটকে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। মঞ্চে আলো-আঁধারির নান্দনিক ব্যবহার, বিমূর্ত কোরিওগ্রাফি ও সংবেদনশীল সংলাপে নাটকটি দর্শকদের নিয়ে গেছে সময় ও স্থানের গণ্ডি ছাড়িয়ে এক অন্তর্দর্শনের জগতে।
আজ ২০ জুন সন্ধ্যা ৭টায় একই ভেন্যুতে ‘দেয়াল জানে সব’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাট্যপ্রেমীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত।