Ridge Bangla

ছাত্রদল নেতার মন্তব্যে উত্তাল রাবি ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নিয়ে ছাত্রদল নেতার অশালীন মন্তব্যের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জুলাই-৩৬ হলের শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তারা হলে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন— অশালীন মন্তব্যকারী আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, বিশ্ববিদ্যালয়ে সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকসহ অনলাইনে অশালীন মন্তব্যকারীদের জবাবদিহিতার আওতায় আনা। অভিযুক্ত আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি। অভিযোগ ওঠার পর রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তার পদ স্থগিত করে। পাশাপাশি বিষয়টি যাচাইয়ের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আনিসুর দাবি করেছেন— তার আইডি অন্য কেউ ব্যবহার করেছে। তবে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, প্রক্টরিয়াল বডি থেকে আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে জুলাই-৩৬ হলের ৯১ শিক্ষার্থীকে রাতে হলে ফেরায় তলব করা হলে তা নিয়ে সমালোচনা হয়। সেই পোস্টে আনিসুর রহমানের আইডি থেকে অশালীন মন্তব্য আসায় নতুন করে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন