Ridge Bangla

ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা

জুলাই মাসব্যাপী চলা রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বৃহৎ সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, লক্ষাধিক নেতাকর্মী এতে অংশ নেবেন বলে তারা আশা করছেন। অংশগ্রহণের দিক থেকে এটি ছাত্রদলের ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ হতে পারে বলেও দাবি করেছেন তারা।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, মেট্রো স্টেশনের নিচে মঞ্চ নির্মাণের কাজ জোরেশোরে চলছিল। কেন্দ্রীয় নেতারা স্বশরীরে উপস্থিত থেকে সমগ্র প্রস্তুতি তদারকি করছেন।

সমাবেশ সফল করতে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগর পর্যায় থেকে নেতাকর্মীদের ঢাকায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে নেতারা দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন।

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং আলাদাভাবে তদারকির দায়িত্বপ্রাপ্ত টিমও নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনার জন্য গঠিত হয়েছে একটি বিশেষ কমিটি।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক বলেন, “আমরা কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। এখন চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের তৃণমূল নেতাকর্মীরা ঢাকায় আসছেন। আমাদের বিশ্বাস, এবার ছাত্রদলের সব রেকর্ড ভেঙে যাবে।”

নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এই সমাবেশের মাধ্যমে ছাত্রদল জুলাই মাসজুড়ে চলা আন্দোলন কর্মসূচির কেন্দ্রীয় বার্তা জাতিকে জানাতে চায়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন