বাড়িভাড়া ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত অবস্থায় আটক ছয় শিক্ষককে মুক্তি দিয়েছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ৮টার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিলে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বহু শিক্ষক আহত হন এবং ছয়জনকে আটক করা হয়। আটক শিক্ষকদের মুক্তির দাবিতে জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংগঠনটি জানায়, শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার পরও শিক্ষকদের ওপর এমন দমননীতি অন্যায় ও অগ্রহণযোগ্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের অভিযানের সময় শিক্ষকরা “প্রজ্ঞাপন ছাড়া শ্রেণি কার্যক্রম নয়” স্লোগান দিতে থাকেন। ছত্রভঙ্গ হওয়ার পর একদল শিক্ষক প্রেস ক্লাব এলাকা ত্যাগ করে শহীদ মিনারে অবস্থান নেন। পরে রাতের দিকে আটক শিক্ষকদের মুক্তির খবর পেলে বিক্ষোভস্থলে কিছুটা স্বস্তি ফিরে আসে। অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, “আমরা সরকারকে অনুরোধ করছি, শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়া হোক। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি—দমন নয়, সংলাপ চাই।”
উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে জাতীয়করণ, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, সরকার থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে ফিরবেন না।