মৌলভীবাজারের বড়লেখায় ছাগল খাওয়ার অভিযোগে একটি বিরল প্রজাতির অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ জুলাই) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবরথল (করইছড়া) গ্রামে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবেশকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ছবিতে দেখা যায়, মৃত অজগরের পাশে একটি মৃত ছাগল পড়ে আছে এবং চারপাশে লাঠি ও ধারালো অস্ত্র হাতে স্থানীয়রা দাঁড়িয়ে আছেন।
গ্রামবাসীদের দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় ৫–৬টি ছাগল নিখোঁজ হচ্ছিল। প্রথমে তারা চুরির সন্দেহ করলেও পরে এক বিশাল অজগরকে ছাগল গিলতে দেখে নিশ্চিত হন। এরপর তারা দলবদ্ধভাবে অস্ত্রসহ অজগরটিকে ঘিরে ধরে পিটিয়ে হত্যা করেন।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, “শুনেছি কয়েকটি ছাগল খেয়ে ফেলে অজগরটি। ঘটনার দিন ছাগল খাওয়ার সময় সাপটিকে দেখে গ্রামবাসী হত্যা করেছে।”
স্থানীয় পরিবেশকর্মী সাঈব আহমদ ইয়াসের বলেন, “বন্যপ্রাণী পরিবেশের অংশ। একটি ছাগল খাওয়ার জন্য অজগরকে হত্যা করা অমানবিক ও আইনগতভাবে অপরাধ। এটি প্রমাণ করে আমাদের বন্যপ্রাণী বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে।” তিনি বন বিভাগের প্রতি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
বড়লেখা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রেজাউল মৃধা জানান, ঘটনাটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”