Ridge Bangla

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের জামিন নামঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের জামিন আবেদন খারিজ করেছে আদালত।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে মতিউর রহমানকে আদালতে হাজির করা হলে তার জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদের তথ্য গোপন করেছেন এবং জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। গত বছরের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকীকে আটক করে হেফাজতে নেয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩০

আরো পড়ুন