Ridge Bangla

ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

টানা ছয় ঘণ্টার বেশি সময় সচিবালয়ে আন্দোলনকারীদের অবরোধে আটকে থাকার পর শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি মূল ভবন থেকে বাইরে বের হয়ে নিরাপদে সচিবালয়ে ত্যাগ করেন।

এর আগে বিকেল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা–কর্মচারীরা দুপুর ২টার পর অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন। হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা একটানা ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দেন এবং উপদেষ্টার কক্ষে প্রবেশাধিকারও বাধাগ্রস্ত করেন।

অবরোধের কারণে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে থাকলে সন্ধ্যার পর পুলিশের একটি বিশেষায়িত ইউনিট সচিবালয়ে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাঁশি বাজিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়ে বারবার নির্দেশনা থাকা সত্ত্বেও মঙ্গলবার বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে অংশ নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশ উপদেষ্টাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে সচিবালয় থেকে বের করে আনে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন