Ridge Bangla

ছক্কা খেয়ে বাংলাদেশি ব্যাটারের হেলমেট ধরে টানাটানি

মিরপুরে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার চার দিনের দ্বিতীয় ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচের দ্বিতীয় দিনে, ১০৪তম ওভারে দক্ষিণ আফ্রিকার বোলার ইনোসেন্ট এনটুলির বলে এগিয়ে এসে ছক্কা হাঁকান বাংলাদেশের পেসার রিপন মণ্ডল। ছক্কা হজম করেই মেজাজ হারিয়ে রিপনের দিকে তেড়ে যান এনটুলি।

রিপন শান্ত থাকার চেষ্টা করলেও, প্রোটিয়া বোলার তাকে ধাক্কা দিয়ে হেলমেট ধরে টানাটানি শুরু করেন। রিপন তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। পরিস্থিতি ঠাণ্ডা করতে মাঠে ছুটে আসেন আম্পায়ার ও দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার।

ঘটনাটি নজরে এসেছে ম্যাচ রেফারি সেলিম শাহেদের। তিনি গণমাধ্যমকে বলেন, “আম্পায়াররা রিপোর্ট জমা দেবেন। এরপর আমরা বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই কিছু বলা যাচ্ছে না।”

ওই উত্তপ্ত ওভারেই আরও একটি বিতর্কিত ঘটনার জন্ম দেন এনটুলি। এক ডেলিভারির পর সরাসরি রিপনের শরীর বরাবর থ্রো করেন তিনি, যদিও সে সময় রিপন কোনো রান নেওয়ার চেষ্টাও করেননি। ব্যাট দিয়ে বল ঠেকিয়ে নিজেকে আঘাতের হাত থেকে রক্ষা করেন রিপন।

উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ইনিংসে দলটি ৩৭১ রানে অলআউট হয়। রিপন মণ্ডল ৮১ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় করেন ৪৩ রান। তার উইকেটটি তুলে নেন এনটুলি নিজেই।

আরো পড়ুন