হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চোরাই মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম রোড এলাকায় গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নবীগঞ্জ থানার এসআই মেহেদীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় চোরাই মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় স্থানীয় মামুন মিয়া নামের এক যুবক ও তার পরিবারের সদস্যরা হঠাৎ পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন।
আহতদের মধ্যে কনস্টেবল ইমরান আহমেদ গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুন মিয়া ও তার মা-বোনকে হেফাজতে এনে থানায় নিয়ে আসে। নবীগঞ্জ থানার ওসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।