Ridge Bangla

চেক প্রজাতন্ত্রে বাংলাদেশের সিনেমার গৌরবময় সাফল্য

চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র ‘বালুর নগরীতে স্যান্ড সিটি’ জিতে নিয়েছে সেরা ছবির মর্যাদাপূর্ণ পুরস্কার। তরুণ নির্মাতা মাহদী হাসান পরিচালিত এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেশের জন্য এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও গৌরব।

৪ জুলাই শুরু হয়ে ১২ জুলাই শেষ হওয়া এই উৎসবে বিশ্বের নানা দেশের গুরুত্বপূর্ণ সিনেমা ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। সেখানে ‘বালুর নগরীতে’ উৎসবের “প্রক্সিমা বিভাগে” জিতে নেয় সেরা ছবির পুরস্কার, যার সঙ্গে ছিল ১৫ হাজার মার্কিন ডলার অর্থমূল্য।

আন্তর্জাতিক জুরি বোর্ড ছবিটির ভূয়সী প্রশংসা করে মন্তব্য করে— “একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা রূপ নিয়েছে গভীর মানবিক ভাষায়।” এটি শুধু পুরস্কারজয়ী নয়, বরং বাংলাদেশের বিকল্পধারার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রতিষ্ঠার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

মাহদী হাসান এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমালোচকদের নজর কেড়েছিলেন। কিন্তু ‘বালুর নগরীতে’র এই সাফল্য তার ক্যারিয়ার ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই অর্জন শুধু মাহদী নয়, বরং পুরো দেশের উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্যও একটি শক্তিশালী অনুপ্রেরণা হয়ে থাকবে। স্বাধীন ধারার সাহসী, নিরীক্ষাধর্মী চলচ্চিত্র নির্মাণের এই পথ চলায় বাংলাদেশের সিনেমা যে আন্তর্জাতিক দরবারে নিজের স্বর তৈরি করতে শুরু করেছে, তা আবারও প্রমাণ করল ‘বালুর নগরীতে স্যান্ড সিটি’।

আরো পড়ুন