বলিউডের আলোচিত এবং বিতর্কিত মুহূর্তগুলোর মধ্যে অন্যতম ঘটনা ছিল প্রিয়াংকা চোপড়া ও আন্নু কাপুরের ‘সাত খুন মাফ’ সিনেমার একটি দৃশ্য। সম্প্রতি ১৫ বছর পর আন্নু কাপুর সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘সাত খুন মাফ’ প্রচার অনুষ্ঠানে আন্নু মন্তব্য করেছিলেন, প্রিয়াংকা স্ক্রিনে চুমু দিতে অস্বীকার করেছিলেন কারণ, তিনি সুন্দর নন। তখন এই মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। প্রিয়াংকা সেই সময় এই মন্তব্যকে ‘বিরক্তিকর ও অপ্রয়োজনীয়’ হিসেবে উল্লেখ করেছিলেন।
এবার ১৫ বছর পর আন্নু কাপুর এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, “আইতরাজ সিনেমার সময় আমি প্রিয়াংকাকে ‘বেটি’ বলে সম্বোধন করতাম। তার বাবা আশোক চোপড়ার সঙ্গেও আমার ভালো সম্পর্ক ছিল। এরপর যখন বিশাল ভরদ্বাজ আমাকে ‘সাত খুন মাফ’ সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বললেন, আমি বুঝতে পারলাম প্রিয়াংকা অস্বস্তিতে থাকবেন। তখনই আমি বিশালকে অনুরোধ করি সেই দৃশ্য বাদ দিতে।”
আন্নু আরও বলেন, “আমি তার সঙ্গে আমার মেয়ের মতো আচরণ করেছি। সেটে কোনো বাজে দৃশ্য পূরণ করা আমার দায়িত্ব নয়। আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল প্রিয়াংকা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে।” তিনি উল্লেখ করেন, প্রথমে পরিচালক দৃশ্যটি রাখার পক্ষে ছিলেন, কিন্তু পরে প্রিয়াংকার স্বাচ্ছন্দ্যের কারণে তা বাদ দেওয়া হয়।
আন্নু কাপুর বলেন, “প্রিয়াংকা পুরোপুরি ঠিক করেছিল। আমি তার প্রতি কখনো রাগ রাখিনি। এটি শুধু একটি দৃশ্য বাতিলের গল্প নয়, বরং একজন সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শনের গল্প।”