Ridge Bangla

চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, উপ-রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বর্তমানে চীন সফর করছেন এবং এ সফরে তিনি চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে জয়শঙ্কর নিজেই এই সাক্ষাতের খবর জানান।

পোস্টে তিনি বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দিয়েছি। আমার এই সফর আলোচনার ইতিবাচক ধারা বজায় রাখবে বলে আমরা উভয়েই আস্থা প্রকাশ করেছি।” তিনি বর্তমানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)–এর একটি সম্মেলনে যোগ দিতে চীনে অবস্থান করছেন।

দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় ও শেষ ধাপে সিঙ্গাপুর থেকে বেইজিং অবতরণ করে জয়শঙ্কর চীনা উপ-রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, “গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ধারায় রয়েছে। এই সফর সেই ধারাকে আরও এগিয়ে নেবে।”

ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিনি কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় শুরুর বিষয়টি উল্লেখ করে বলেন, “এই উদ্যোগ ভারতজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সম্পর্কের স্বাভাবিকীকরণ দুই দেশকেই পারস্পরিকভাবে সুফল দিতে পারে।”

উল্লেখ্য, মাত্র তিন সপ্তাহ আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের কিংদাও শহরে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে অংশ নিয়েছিলেন। তার পরপরই জয়শঙ্করের এই সফরকে দুই দেশের সম্পর্কে স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রচেষ্টা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

আরো পড়ুন