উত্তর চীনে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে বেইজিংয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় সড়ক, সেতু, ঘরবাড়ি ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর গ্রীষ্মকালেও চীন তীব্র আবহাওয়ার কবলে পড়ছে। চলতি মাসের শুরুতে পূর্বাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ দেখা দেয়, অন্যদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দেয় ভয়াবহ বন্যা।
ভয়াবহ পরিস্থিতিতে রাষ্ট্রপতি শি জিনপিং সর্বাত্মক উদ্ধার তৎপরতার নির্দেশ দিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পাশাপাশি আটকে পড়া বা নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাতে বলেছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং প্রাণহানি কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
চীনা কর্তৃপক্ষ পরিবহন ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণের জন্য জরুরি সহায়তা হিসেবে ২০০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে চীনে এ ধরনের চরম আবহাওয়ার প্রবণতা বাড়ছে। এ বছরের শুরুতে জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, শুধু প্রথম ছয় মাসেই প্রাকৃতিক দুর্যোগে ৫৪.১১ বিলিয়ন ইউয়ানের ক্ষতি হয়েছে, যার ৯০ শতাংশেরও বেশি ছিল বন্যা থেকে।