বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া, বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও চলমান উন্নয়ন প্রকল্পসহ বিনিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষই এ বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন।
তবে বৈঠক শেষে বিএনপি বা চীনা দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কোনো বিবৃতি দেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।