চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। আজ সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার মাহফুজুর রহমান গত ১ জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। তবে বাদীর আবেদনের প্রেক্ষিতে সুকান্ত নামের আরও একজনকে অন্তর্ভুক্ত করে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জন।
গত বছর ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে কতিপয় উগ্রপন্থী দুর্বৃত্তদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এসময় তাকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়।
আদালত সূত্র জানায়, কয়েকজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তে বেরিয়ে এসেছে, চিন্ময় দাসের উসকানিতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এবং ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন।