Ridge Bangla

চিত্রনায়িকা বর্ষা বলেছেন, মা হয়ে অন্য মায়ের কষ্ট কীভাবে সহ্য করি?

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, যার মধ্যে ২৫ জনই শিশু। হৃদয়বিদারক এ ঘটনায় শোকাহত পুরো দেশ। সাধারণ মানুষের মতো শোক আর ক্ষোভ জানাচ্ছেন তারকারাও।

চিত্রনায়িকা বর্ষা, যিনি নিজেও একজন সন্তানের জননী, ফেসবুকে নিজের আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। লিখেছেন, “মা হয়ে কিভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি?”

তিনি লিখেছেন, “আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আরিজকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে, ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। আল্লাহ ছাড়া কেউ জানে না কার জীবন কখন শেষ হবে, কিন্তু আল্লাহ আমাদের সাবধান থাকতে বলেছেন।”

শহরের ভেতর এমন জনবসতি স্থানে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বিমান চালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলে বর্ষা লেখেন, “দয়া করে এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শহরের বাইরে নিয়ে যান। যেখানে মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি। দেশে জায়গার অভাব নেই, কিন্তু মানুষের জীবনের বড় অভাব।”

দুর্ঘটনায় আহত শিশুদের দিকেও দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, “এখন কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।”

শেষে আল্লাহর কাছে প্রার্থনা করে বর্ষা লিখেছেন, “হে আল্লাহ, সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে দিন। আমিন।”

বর্ষার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের শোক ও আতঙ্কের প্রতীক হয়ে ছড়িয়ে পড়েছে। সন্তান হারানোর ভয় আর অসহায়ত্ব, তার প্রতিটি শব্দে যেন মায়েদের মনের কথা ফুটে উঠেছে।

আরো পড়ুন