Ridge Bangla

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন এবং অন্তত এক মাস সব ধরনের কাজ থেকে বিরতি নিয়েছেন। বলিউড হাঙ্গামা ও হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, চিকিৎসকদের পরামর্শে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এবং ইতোমধ্যেই তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

৫৯ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে পুরোনো চোট ও পেশিজনিত সমস্যায় ভুগছিলেন, যেগুলো শুটিং ও স্টান্টের সময় পাওয়া। সাম্প্রতিক শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং তিনি যুক্তরাষ্ট্রে তা করান।

শাহরুখের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং। মুম্বাইয়ের ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং যশরাজ ফিল্মস স্টুডিওতে নির্ধারিত জুলাই-অগাস্টের শিডিউল বাতিল করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, সেপ্টেম্বর-অক্টোবরে শুটিং আবার শুরু করার পরিকল্পনা রয়েছে যদি শাহরুখ সুস্থ হয়ে ওঠেন।

‘কিং’ সিনেমায় শাহরুখ খান এক আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায় অভিনয় করছেন। বিশেষ আকর্ষণ হিসেবে এই ছবিতে তার কন্যা সুহানা খান প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন—বাবার শিষ্যের চরিত্রে।

শাহরুখের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের দুশ্চিন্তা থাকলেও ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদী। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশ্রামে আছেন।

আরো পড়ুন