Ridge Bangla

চার বিভাগে ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টা থেকে শুরু হয়ে আগামী ৭২ ঘণ্টা, অর্থাৎ তিন দিন পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিমি) থেকে অতি ভারী (>৮৮ মিমি) বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি জেলা চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। একই সঙ্গে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

সকাল ৯টার পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে—বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে—দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ কিছু অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন