দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু চার বছর আগে তাদের বিবাহিত জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর দুজনেই নিজ নিজ জীবনে এগিয়ে যান ভিন্ন পথে। নাগা চৈতন্যের জীবনে এসেছে নতুন সঙ্গিনী, আর সামান্থার সঙ্গে পরিচালক রাজ নিদিমোরুর প্রেমের গুঞ্জনও শোনা গেছে। যদিও এই বিষয়ে সামান্থা কখনোই প্রকাশ্যে মন্তব্য করেননি।
তবে সাম্প্রতিক খবর ভক্তদের মাঝে আবারও আলোড়ন তুলেছে। ইঙ্গিত মিলেছে, এই সাবেক জুটি ফের একসঙ্গে দেখা দিতে পারেন। কারণ, ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত তাঁদের প্রথম যৌথ চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভে’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১৮ জুলাই। এই ছবির সেটেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প, যা সাত বছরের সম্পর্কের পর ২০১৭ সালে বিয়েতে রূপ নেয়।
সামান্থা সেই ভালোবাসার স্মৃতিচিহ্ন হিসেবে নিজের শরীরে ‘ইয়ে মায়া চেসাভে’ নামটি ট্যাটু করিয়েছিলেন, যা পরে বিচ্ছেদের পর মুছে ফেলেন।
জানা যাচ্ছে, ছবিটির পুনর্মুক্তি উপলক্ষে আয়োজিত প্রচারণায় নাগা চৈতন্য ও সামান্থা একসঙ্গে উপস্থিত থাকতে পারেন। যদিও এ বিষয়ে তাঁদের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি, তবে এমন সম্ভাবনার কথা ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিচ্ছেদের পর এটি হবে তাঁদের প্রথম প্রকাশ্য উপস্থিতি যদি তাঁরা একসঙ্গে প্রচারে অংশ নেন। এই খবরকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই আশা করছেন, ‘ইয়ে মায়া চেসাভে’র স্মৃতিতে আবারও ফিরতে পারে পুরোনো রসায়ন, আর হয়তো নতুন মোড় নিতে পারে নাগা-সামান্থার সম্পর্ক।