Ridge Bangla

চার বছরের বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন জাস্টিন বিবার

চার বছরের দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আবারও ফিরে এসেছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। শুক্রবার (১১ জুলাই) হঠাৎ করেই মুক্তি পেয়েছে তার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘Swag’। ২১টি গান নিয়ে সাজানো এ অ্যালবামটিকে বিবার নিজেই বলছেন তার “সবচেয়ে ব্যক্তিগত ও অন্তরঙ্গ অভিজ্ঞতার প্রতিফলন”।

অ্যালবাম প্রকাশের আগের রাতে ইনস্টাগ্রামে রহস্যময় কিছু পোস্ট দেন বিবার। পাশাপাশি বিশ্বের নানা শহরের বিলবোর্ডে দেখা যায় অ্যালবামের প্রচারণা। তিনি জানান, ‘Swag’ অ্যালবামে উঠে এসেছে একজন স্বামী ও পিতা হিসেবে তার জীবনের নানা টানাপোড়েন, মানসিক সংকট এবং ব্যক্তিগত অনুভূতি। এই প্রকাশ এমন এক সময়ে এলো, যখন স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় নানা আলোচনা চলছে।

হেইলি, যিনি মার্কিন অভিনেতা স্টিফেন বল্ডউইনের কন্যা, সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে জানান, সন্তান জন্মের অভিজ্ঞতা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ২০২৩ সালের আগস্টে ১৮ ঘণ্টার দীর্ঘ প্রসবযন্ত্রণার পর জন্ম নেয় তাদের পুত্র জ্যাক ব্লুজ বিবার।

নতুন অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে—‘Therapy Session’, ‘Dad’s Love’ এবং ‘Devotion’। এসব গানেই বিবার তুলে ধরেছেন তার পিতৃত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক অবস্থার প্রতিচ্ছবি।

অ্যালবামটির প্রযোজনায় ছিলেন কার্টার ল্যাং, ড্যানিয়েল সিজার, ডিজন, এডি বেঞ্জামিনসহ আরও অনেকে। অ্যালবামটি প্রকাশ করেছে ডেফ জ্যাম রেকর্ডিংস। ২০২১ সালে প্রকাশিত ‘Justice’ অ্যালবামের পর এটি বিবারের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম।

ভক্তরা বলছেন, ‘Swag’-এ যেন এক নতুন, আরও পরিণত জাস্টিন বিবার ধরা দিয়েছে—যার কণ্ঠে শোনা যাচ্ছে জীবনের গভীরতা ও নিজের গল্প।

আরো পড়ুন