Ridge Bangla

চার জেলায় নতুন ডিসি, চট্টগ্রামে পরিবর্তন স্থগিত

দেশের চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনীতে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। তবে চট্টগ্রামে আগের বদলির আদেশ স্থগিত করে বর্তমান ডিসিকে বহাল রাখা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছে। তবে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে সেখানে বদলির আদেশ দেওয়া হলেও নতুন প্রজ্ঞাপনে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে আব্দুল আউয়াল নওগাঁতেই দায়িত্বে থাকছেন।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের ডিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর ডিসি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লিখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন