Ridge Bangla

চারুকলার ৫০তম ব্যাচের আর্ট এক্সিবিশন দুই যুগ পর মিলনমেলা অনুষ্ঠিত

প্রায় ২৭ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় তাদের চারুকলা জীবন শুরু হয়। দেশের নানা প্রান্ত থেকে স্বপ্ন ও ভিন্ন ভিন্ন চিন্তা নিয়ে আসা এই শিক্ষার্থীরা তখন শুধু ছবি ভালোবাসার কারণে একত্রিত হয়েছিল। কেউ রঙে খুঁজে পেতেন ছন্দ, কেউ আকারে সৌন্দর্য। সেই বন্ধুত্বের বন্ধন আজও জীবিত। এই ব্যাচ আজ ‘চারুকলার ৫০তম ব্যাচ’ নামে পরিচিত।

প্রাক্তন শিক্ষার্থীরা এবার আয়োজন করেছেন ‘চারুকলার ৫০তম ব্যাচের আর্ট এক্সিবিশন’, যা পাঁচদিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারি-১-এ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে ২৬ জন শিল্পীর ৩৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. ফরিদা জামান, শিল্পতাত্ত্বিক জাহিদ মুস্তাফা ও অন্যান্য বিশিষ্টজন।

প্রদর্শনীতে শুধু ব্যাচের শিক্ষার্থীরাই নয়, তাদের পরিবারের সদস্যদের কাজও স্থান পেয়েছে, যা আয়োজনটিকে দিয়েছে এক অনন্য মর্যাদা। বিভিন্ন পেশার শিল্পীরা—ফ্রিল্যান্স আর্টিস্ট, শিক্ষক, বিজ্ঞাপন সংস্থার কর্ণধার, টেলিভিশন ও সংবাদমাধ্যমের কর্মী—নিজস্ব চিন্তা ও শৈলীতে কাজ উপস্থাপন করেছেন।

উদ্বোধনীতে ড. ফরিদা জামান বলেন, “একাডেমিক শিক্ষা শেষের বছরগুলোর পরও বন্ধুরা একত্রিত হয়েছে, নিজেদের কাজ ও পরিবারকে সঙ্গে নিয়ে। এটাই শিল্পের শক্তি।” শিল্পতাত্ত্বিক জাহিদ মুস্তাফা বলেন, “এক গ্যালারিতে দর্শক একসাথে নানা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। এটাই গ্রুপ এক্সিবিশনের সৌন্দর্য।”

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা মারুফা আহমেদ জলি বলেন, “আজও সেই প্রথম শরতের জাদু যেন আমাদের এক করে রেখেছে। প্রদর্শনী শুধু আয়োজন নয়, বন্ধুত্ব, ভালোবাসা ও শিল্পচর্চার পুনর্মিলন।” শিল্পী মেহেদী হাসান যোগ করেন, “দর্শক যদি আমাদের কাজ থেকে কোনো অনুভূতি বা অভিজ্ঞতা পান, তাহলেই আমরা সফল।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন