চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭ জনে। মনোনয়ন প্রত্যাহার ও বাতিলের কারণে বাদ পড়েছেন মোট ২৪ জন। সোমবার বিকেলে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্যসচিব অধ্যাপক এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। রাতেই প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থীর তালিকা।
কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৪ জন প্রার্থী। তাদের মধ্যে ১২টি প্যানেলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১৭০ জন। ভিপি পদে ১৪ জন, জিএস পদে ১১ জন এবং এজিএস পদে আরও ১১ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বহাল রেখেছেন।
অন্যদিকে ১৪টি হলে মোট ৪৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ছাত্র হলে ৩৪৯ জন এবং ছাত্রী হলে ১২৩ জন। মনোনয়ন প্রত্যাহার করেছেন ছাত্র হলে সাতজন ও ছাত্রী হলে দু’জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদে ১১ জন এবং হল সংসদে ৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া ত্রুটিপূর্ণ ফরমের কারণে কেন্দ্রীয় সংসদে চারটি মনোনয়ন বাতিল হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে নির্বাচনের কারণে। ১৫ ও ১৬ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সরাসরি গণনা শুরু হবে। বিশ্ববিদ্যালয়জুড়ে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংগঠন প্যানেল ঘোষণা করেছে। ইসলামী ছাত্রশিবির সাতটি হলে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে, অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরাও মনোনয়ন জমা দিয়েছেন।