Ridge Bangla

চাকসুর ভিপি-জিএস-এজিএস নির্বাচিত রনি, হাবীব ও তৌফিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয়ী হয়েছেন সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন একই প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। অপরদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ইতিহাস বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয়।

জিএস পদে জয় পেয়েছেন ইতিহাস বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী সাঈদ বিন হাবীব। তিনি ৮ হাজার ৩১ ভোট পেয়ে ছাত্রদল-সমর্থিত শাফায়াতকে পরাজিত করেন। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন, আর ১৪টি হল ও একটি হোস্টেলের পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৯৩ জন প্রার্থী। নারী প্রার্থী ছিলেন ৪৭ জন। ভোটারদের ভোট দিতে হয়েছে সর্বমোট ৪০টি পদের জন্য, যার মধ্যে ২৬টি কেন্দ্রীয় এবং ১৪টি হল সংসদের পদ।

এদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক, যিনি ব্যাপক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারান। দীর্ঘ কয়েক দশক পর অনুষ্ঠিত হওয়া চাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চার পুনরুদ্ধার হিসেবে দেখছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন