ফেনীর সিভিল সার্জন কার্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। অভিযোগ উঠেছে পরশুরাম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ রাব্বির বিরুদ্ধে।
বুধবার (১৮ জুন) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি কল রেকর্ডিং, যেখানে কথোপকথনে একপক্ষ নাহিদ রাব্বি এবং অন্যপক্ষ চাকরিপ্রার্থী হৃদয় নামে পরিচিত হন। রেকর্ডিংয়ে নাহিদ রাব্বি চাকরিপ্রার্থীর কাছে ১৯ জুনের মধ্যে ৪ লাখ টাকা অগ্রিম দাবি করেন এবং বলেন, “১০ লাখ থেকে এক পয়সাও কম হবে না।” চাকরি পাওয়ার পর টাকা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, “বাংলাদেশে এসব চলে না, আগে টাকা দিলে চাকরি নিশ্চিত।”
নাহিদ রাব্বি পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কোলাপাড়া গ্রামের বাসিন্দা। নিজেকে ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অতিথির আসনে উপস্থিত থেকেছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, অডিও রেকর্ড ফাঁসের ঘটনা তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফেনীতে ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুন ফেনী সরকারি কলেজে, যেখানে আবেদন করেছে ১২ হাজার ৪৪৮ জন প্রার্থী। এর প্রেক্ষিতে চাকরির নামে প্রতারণা ও চাঁদাবাজির এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।