চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টিপাত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে আম চাষিদের মধ্যে। বিশেষ করে সদরের কিছু এলাকায় হওয়া এই বৃষ্টি আমের জন্য আশীর্বাদস্বরূপ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। রোববার রাতে জেলার পাঁচটি উপজেলার মধ্যে সদর ও শিবগঞ্জ উপজেলায় পাঁচ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভোলাহাট, গোমস্তাপুর এবং নাচোল উপজেলায় এখনো বৃষ্টির দেখা মেলেনি বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সদরের মহারাজপুর এলাকার আম চাষি হাবিবুর রহমান বলেন, “বৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হয়েছে। এতে মুকুল ও গুটি ঝরে পড়া অনেকটা কমবে। গাছের বোঁটা শক্ত হবে, ফলে আমের ফলনও বাড়বে।” তিনি আরও জানান, “এই বছর মুকুল ভালো এসেছিল, কিন্তু গুটি এসেছে তুলনামূলকভাবে কম। খরার কারণে বাগানে সেচ দিয়ে পানি দিতে হয়েছে, তবে তা যথেষ্ট ছিল না। বৃষ্টি না হলে শুধু সেচ দিয়ে গাছ টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছিল।”
দীর্ঘ সময় পর আসা এই বৃষ্টিকে আশীর্বাদ মনে করছেন চাষিরা। অনেকেই বলছেন, অন্তত কিছুটা হলেও গাছের জন্য এটি ছিল প্রয়োজনীয় একটি স্বস্তি। তবে এখনও যেসব উপজেলায় বৃষ্টি হয়নি, সেখানকার চাষিরা অপেক্ষায় রয়েছেন পরবর্তী বৃষ্টির।