Ridge Bangla

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪জন সন্ত্রাসী গ্রেপ্তার

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার কিশোর সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন মো. জামাল (১৯), মো. হাসান (১৮), মো. নাসিম (১৮) এবং মো. সোহাগ (১৫)। যৌথ বাহিনীর দাবি অনুযায়ী, তারা সবাই তালিকাভুক্ত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি ছুরি এবং ৪টি ইয়াবা সেবনের ফিল্টার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত চারজন এবং জব্দকৃত অস্ত্র ও মাদক দ্রব্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একই রাতে শহরের লঞ্চঘাট এলাকায় আরও একটি অভিযানে মো. সোহেল গাজী (২৭) নামে একজন মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অন্যদিকে, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া এলাকায় চালানো পৃথক এক অভিযানে মো. তানভীর (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন