চাঁদপুরের ফরিদগঞ্জে হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে মনোয়ার হোসেন মনা (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে পৌরসভার পূর্ব বড়ালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হইচই শুনে এলাকাবাসী মনার বাড়িতে গিয়ে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মনার স্ত্রী তাসলিমা বেগম (৪৫), ছেলে জুয়েল (২৩) এবং দুই মেয়ে প্রিয়া (২৭) ও রিয়া (২০)কে আটক করা হয়েছে।
মনা অভিযোগ করেন, তাঁর পরিবারের সদস্যরা তাঁর অটোরিকশা কম দামে বিক্রি করে দেন, যা দিয়ে তিনি সংসার চালাতেন। এ নিয়ে বিরোধের জেরে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়।
ফরিদগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, “সামান্য অটোরিকশা বিক্রির ঘটনায় এ ধরনের জঘন্য অপরাধ ঘটেছে, যা আবার তাদের পরিবারই করেছে।” এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।