Ridge Bangla

চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর শহরের মুসলিম পাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন লিডারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮)।

বুধবার সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান গণমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প এবং সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তালিকাভুক্ত এই তিন অপরাধীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।”

অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, একটি কাঁচি, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ।

গ্রেপ্তার তিনজনকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন