Ridge Bangla

চলনবিলে নৌকাবাইচে ভিড় লাখো মানুষের, জীবন্ত হলো গ্রামবাংলার ঐতিহ্য

‘নদী দূষণ রোধ করি, নির্মল বাংলাদেশ গড়ি’ স্লোগানে নাটোরের চলনবিলে আয়োজিত নৌকাবাইচে লাখো মানুষ ভিড় করেছেন। প্রায় চল্লিশ বছর পর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ ও পাবনার ১২টি নৌকা দল অংশগ্রহণ করে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) চলনবিলের গুরুদাসপুর উপজেলার বিলষা গ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দুপুর ২টায় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানের উদ্বোধন করেন। ঢাক, ঢোল, বাউল গান আর মাঝিমাল্লার বৈঠারের তালে পানির ছকছক শব্দে শুরু হয় বাইচ। বাইচ সন্ধ্যা পর্যন্ত চলেছে।

সকাল থেকেই জেলা শহর ও আশেপাশের উপজেলা থেকে দর্শনার্থীরা নৌকায় ভিড় করে বিলের চারপাশে। শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণ সবাই মিলে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। প্রধান অতিথি স্বাস্থ্য সচিব সাইদুর রহমান বলেন, “আমি চলনবিলের সন্তান। বহু বছর পর এ ধরনের নৌকাবাইচ দেখে আমি অভিভূত ও আনন্দিত। জন্মভূমি চলনবিলে এ আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ।”

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গ্রামবাংলার ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, পয়েন্টভিত্তিক প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলার নিউ একতা এক্সপ্রেস নৌকা প্রথম, বাংলার বাঘ দ্বিতীয় ও আল মদিনা তৃতীয় হয়েছে। প্রথম স্থানপ্রাপ্তকে মোটরসাইকেল, দ্বিতীয়কে ফ্রিজ এবং তৃতীয়কে এলইডি টিভি তুলে দেন স্বাস্থ্য সচিব। অনুষ্ঠানে জেলা প্রশাসক আসমা শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন