পাঁচ দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বীমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে সুদ দেওয়া হবে- স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে। এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে।
জানা গেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে চলতি সপ্তাহে চূড়ান্ত লাইসেন্স ইস্যু করা হতে পারে। এর পরই একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে। আমানত বীমা তহবিলের আওতায় প্রত্যেক গ্রাহকের জমানো স্থিতি থেকে দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হবে। গ্রাহক চাইলে ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। এতদিন যারা টাকা তুলতে পারেননি, তাদের জমা টাকার ওপর ৪ শতাংশ হারে মুনাফা হিসাব করা হবে। শিগগিরই নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।
একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হলো এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। চলতি বছরের শুরুতে এসব ব্যাংক একীভূতের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে ৫ নভেম্বর প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।