দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন, যা চলতি বছরের একদিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৭৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৩, ঢাকা উত্তরে ১৯, ঢাকার বাইরের বিভাগীয় এলাকায় ১৫, রাজশাহীতে ২৪ এবং খুলনায় ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪১৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৫১৬ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের।
ডেঙ্গুর এই ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।