Ridge Bangla

চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি বাড়বে ৫ শতাংশ

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরে হলেও ক্রমে ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শেষে দেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ, যা পরের অর্থবছর ২০২৬ সালে বেড়ে ৫ শতাংশে পৌঁছাবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, পোশাক রপ্তানি খাত স্থিতিশীল থাকলেও রাজনৈতিক পটপরিবর্তন, বারবার বন্যা, শ্রমিক অস্থিরতা এবং দীর্ঘস্থায়ী উচ্চ মুদ্রাস্ফীতি অভ্যন্তরীণ চাহিদাকে দুর্বল করেছে।

এডিবির মতে, ভবিষ্যতে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, মার্কিন শুল্কের প্রভাব সরাসরি না পড়লেও ব্যাংকিং খাতের দুর্বলতা প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ অর্থবছরে মুদ্রাস্ফীতি বাড়তে পারে ১০ শতাংশে, যা আগের বছরের ৯ দশমিক ৭৭ শতাংশের চেয়ে বেশি। এর পেছনে টাকার অবমূল্যায়ন, সীমিত প্রতিযোগিতা ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করা হয়েছে। তবে বাণিজ্য ঘাটতি কমা এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে চলতি হিসাবে জিডিপির ০.০৩ শতাংশ উদ্বৃত্ত থাকতে পারে।

এডিবি সতর্ক করে বলেছে, ২০২৬ সালে নির্বাচন-সম্পর্কিত ব্যয় ও অভ্যন্তরীণ ভোগ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হলেও কঠোর রাজস্বনীতি ও বিনিয়োগকারীদের সতর্কতা বিনিয়োগ প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ শুল্ক বৃদ্ধি এবং ইউরোপীয় বাজারে প্রতিযোগিতা রপ্তানি খাতকে চাপে ফেলতে পারে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির বর্তমানে সদস্য দেশ ৬৯টি। সংস্থাটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে কাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন