Ridge Bangla

চরমপন্থা নিয়ে কোনও ছাড় নয়: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

মাহফুজ আলম

সম্প্রতি নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে দাবি করেছে, “গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে” এবং “বাংলাদেশ ধর্মীয় চরমপন্থার কবলে পড়তে যাচ্ছে। এ বিষয়ে তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার।

এই প্রতিবেদন প্রকাশের পরপরই তা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং। তারা এই প্রতিবেদনকে “একপাক্ষিক ও বিভ্রান্তিকর” বলে উল্লেখ করেছে।

এ বিষয়ে বুধবার (২ এপ্রিল) কথা বলেন সরকারের দুজন উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে জুলাই আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন,
বাংলাদেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করব, যেন কোনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া না দিতে পারে। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের পথ সুগম করতে চাই।” তথ্য উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “আলোচনা বা সতর্কতায় যদি কাজ না হয় এবং কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে সরকার অবশ্যই কঠোর অবস্থানে যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানান, “গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদ বা চরমপন্থার কোনো উত্থান ঘটেনি।” তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সতর্ক রয়েছে এবং চরমপন্থা দমনে সরকারের কঠোর অবস্থানে থাকবে।

আরো পড়ুন