ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার হাজির হয়েছেন ভিন্ন রূপে। সম্প্রতি তিনি তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিলেন।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাত্র ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন চমক। ভিডিওতে দেখা যায়, চমক ও সাদী দুজনেই সাদা পোশাকে সেজেছেন। রোমান্টিক আবহে তারা একে অপরের দিকে তাকিয়ে নাচছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডের জনপ্রিয় গান ‘ভিগি ভিগি শাড়িমে’।
ভিডিওর ক্যাপশনে চমক লেখেন, “আগুন না পানি! এখনো আবিষ্কার হয়নি। রুকাইয়া জাহান চমকের অসাধারণ পারফরম্যান্সের জন্য অপেক্ষা করো।” তিনি আরও যোগ করেন, “এবার এমন কিছু দেখবে, যা আগে কখনো আমাকে করতে দেখোনি।”
ভিডিওটি প্রকাশের পরই ভক্তদের মাঝে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো নতুন মিউজিক ভিডিও কিংবা বিশেষ প্রজেক্টের অংশ। কারণ এর আগে কখনো চমক ও শেখ সাদীকে একসঙ্গে কোনো পারফরম্যান্সে দেখা যায়নি।
শেখ সাদী এরই মধ্যে নিজের ভিন্নধর্মী গান দিয়ে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছেন। অন্যদিকে চমক ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি নানা ফ্যাশন শো ও মিউজিক ভিডিওতে অংশ নিয়ে আলোচনায় থাকেন। ফলে এই নতুন জুটির রোমান্টিক উপস্থিতি ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক কী চমক নিয়ে আসছেন অভিনেত্রী ও গায়ক সাদী। চমকের ভাষায়, এবারকার পারফরম্যান্স হবে ভিন্ন মাত্রার, যা দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।