Ridge Bangla

চবিতে ১৪৪ ধারা জারির সময় বাড়াল প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষের পর টানটান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারির সময় আরও একদিন বাড়ানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমানা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত উভয় পাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং জনসাধারণের জীবন-সম্পদ রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ব ঘোষিত এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে।

এ সময়ে ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাঁচ বা ততোধিক ব্যক্তির একসঙ্গে অবস্থান বা চলাফেরাও সীমিত থাকবে। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারিতে থাকবে সংশ্লিষ্ট এলাকা।

এর আগে গত শনিবার দিবাগত রাত থেকে রোববার বিকেল পর্যন্ত টানা সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। দফায় দফায় সংঘর্ষ চলতে থাকায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। প্রশাসন আশা করছে, নিষেধাজ্ঞা বহাল রাখার ফলে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে এবং শিক্ষার্থীরা নিরাপত্তার মধ্যে ফিরতে পারবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন