Ridge Bangla

চতুর্থ দফায় টেন্ডার বাতিল, অনিশ্চয়তায় কলাপাড়ার বিদ্যুৎকেন্দ্র

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত ১,৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দীর্ঘমেয়াদি কয়লা সরবরাহের চতুর্থ দফার দরপত্রও বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের মূল্যায়ন কমিটি জানিয়েছে, দরপত্র প্রক্রিয়ায় কারিগরি ও আর্থিক বিভিন্ন ধাপে অনিয়ম ও ত্রুটি ধরা পড়েছে। কমিটি দ্রুত নতুন দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে।

বিদ্যুৎ বিভাগ গত ৭ আগস্ট আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডকে (আরএনপিএল) পাঠানো চিঠিতে জানায়, কয়লা আমদানির দরপত্রে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। নতুন দরপত্রে কয়লার টেকনিক্যাল স্পেসিফিকেশন—ক্যালোরিফিক ভ্যালু, অ্যাশ ফিউশন টেম্পারেচার ও কয়লার আকার নির্ধারণ করতে হবে যেন প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হয়। এছাড়া চুক্তির মেয়াদ ৫ বছরের বদলে ২ বছর করার সুপারিশ করা হয়েছে।

প্রথমবার ২০২২ সালের নভেম্বরে দরপত্র আহ্বান করা হলেও শর্ত পরিবর্তনের কারণে বাতিল হয়। দ্বিতীয়বার ২০২৩ সালের ১৫ জানুয়ারি টেন্ডার আহ্বান করা হয়, কিন্তু তা আবারও বাতিল হয়। তৃতীয়বার ২০২৩ সালের ৬ নভেম্বর দরপত্র আহ্বান করা হলেও একক দরদাতা ছাড়া অন্য কেউ অংশ নেনি। চতুর্থ দফাতেও আর্থিক অনিয়ম ও স্থানীয় কোম্পানিগুলোর অভিযোগের কারণে দরপত্র বাতিল করা হয়।

বর্তমানে কেন্দ্রের দুটি ইউনিট প্রস্তুত থাকলেও কয়লা সরবরাহকারী চূড়ান্ত না হওয়ায় মাত্র ৩০০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। কেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় না যেতে পারায় নির্মাতা প্রতিষ্ঠান বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২.৫৪ বিলিয়ন ডলার, যার মধ্যে ১.৭৭ বিলিয়ন ডলার চীনের ঋণ। চার বছরের গ্রেস পিরিয়ড শেষ হওয়ায় ঋণ শোধ কার্যকর হয়েছে। চলতি বছরের ১৮ জানুয়ারি কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদন শুরু করলেও বাণিজ্যিক উৎপাদন টেন্ডার জটিলতায় শুরু হয়নি। এর ফলে সরকারের বড় অঙ্কের ক্যাপাসিটি পেমেন্ট ও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন