Ridge Bangla

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি নিয়োগ

দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ জেলায় এই নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নওগাঁর বর্তমান ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি দীর্ঘদিন নওগাঁ জেলায় দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে দেশের গুরুত্বপূর্ণ বন্দরনগরী চট্টগ্রামের ডিসি করা হলো।

অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী জেলায় নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনে সততা ও দক্ষতার পরিচয় দেওয়ায় তাঁকে মাঠ প্রশাসনে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁ জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি প্রথমবারের মতো জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে। প্রশাসনিক গতিশীলতা আনতে এবং জেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া তিন ডিসি দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন