Ridge Bangla

চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: কিশোর গ্যাং ও মাদক দমনে নির্দেশনা

চট্টগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় বিগত মাসের অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো এবং চোরাচালান দমনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি ও বিচারপ্রক্রিয়া সহজীকরণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন, মাদক চোরাচালান এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। বিশেষ করে চট্টগ্রামকে মাদকের চোরাচালান রুট হিসেবে ব্যবহারে যেন কেউ সুযোগ না পায়—সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক ফরিদা খানম সভায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা প্রয়োজন। তিনি জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে এবং অনিবন্ধিত ও নিম্নমানের চিকিৎসাসেবা প্রদানকারী হাসপাতালের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া চলতি জুলাই মাসে আয়োজিত সরকারি কর্মসূচিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন