Ridge Bangla

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ জন

চট্টগ্রামের চন্দনাইশে বুধবার ভোরে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুদামের আশপাশে থাকা ১০ জন দগ্ধ হয়েছেন। আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণটি ঘটেছে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায়। হঠাৎ ঘটে যাওয়া এই বিস্ফোরণে গুদামের আশপাশের মানুষজনও ক্ষতিগ্রস্ত হন। বিস্ফোরণের তীব্রতায় গুদাম ও তার আশপাশে আগুন ধরে যায়।

খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবিলা করেন এবং আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসকরা তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর কিনা তা জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় অনেকেই আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে দূরে পালিয়ে যান। গুদামে রাখা সিলিন্ডারগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কোনো আগুন লাগলেই বিস্ফোরণের সম্ভাবনা থাকে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সিলিন্ডার সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন