Ridge Bangla

চট্টগ্রামে গণপিটুনির শিকার হয়ে কিশোর নিহত, মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামের ফটিকছড়িতে রিহান মাহিন (১৫) নামের এক কিশোরকে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। নিহত রিহানের মা খাদিজা বেগম শুক্রবার (২২ আগস্ট) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও সাতজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার রাতে নিজের দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন তাঁদের তিনজনকে চোর সন্দেহে আটক করে। একপর্যায়ে তাঁদের সেতুর সঙ্গে বেঁধে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই রিহান মারা যায়। তাঁর অপর দুই বন্ধু মানিক ও রাহাত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ মুহাম্মদ নোমান (২২) ও মুহাম্মদ আজাদ (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, পূর্ব বিরোধের জের ধরে চোর সন্দেহের নাটক সাজিয়ে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন