চট্টগ্রামের পটিয়া উপজেলার ফকিরপাড়া এলাকায় ডাকাতি করে কক্সবাজার পালানোর সময় লোহাগাড়ার চুনতি এলাকায় পুলিশের চেকপোস্টে আটক হয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্য। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র, নগদ টাকা এবং ডাকাতির বিভিন্ন সরঞ্জাম।
বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ১০-১২ জনের একটি ডাকাতদল পটিয়ার একটি বাড়িতে ডাকাতি চালায়। পরে তারা একটি সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যানে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। গাড়ি থামানোর সময় যাত্রীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন আবুল কাশেম ওরফে জামাই কাশেম (বাঁশখালী, পশ্চিম কাথারিয়া), ছাদেকুর রহমান (চকরিয়া, ফুলতলা), কামাল (চকরিয়া বাজার পাড়া), এবং কেফায়েত হোসেন (কক্সবাজার, পূর্ব বড় ভেওলা)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড ১২ বোর গুলি, রামদা, চাকু, টিপছুরি, শাবল, কাঁচি, একটি টর্চলাইট ও নগদ ১৬ হাজার টাকা। ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, একটি মানকি ক্যাপ ও একটি কালো ব্যাগ উদ্ধার করেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে পটিয়ার ডাকাতির ঘটনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় পটিয়া থানায় ডাকাতি এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও অস্ত্র ও চুরির মামলা রয়েছে। চক্রটির বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।